বুড় সালিকের ঘাড়ে রোঁ : মাইকেল মধুসূদন দত্ত

 ভক্তপ্রসাদ:

মর বেটা, কোম্পানির সরকার তো আমাকে ছাড়বে না। তা এখন বল খাজনা দিবি কি না। 

প্রথমাঙ্ক, প্রথম গর্ভাঙ্ক

-এমন প্রহসনে কোম্পানির শোষণের মতো গুরুগম্ভীর বিষয়ের যথাযথ ব‍্যবহারে আমি মুগ্ধ হচ‍্যি।

গদাধর:

মশায়, মুসলমান হলো তো বয়ে গেলো কি? আপনি না আমাকে কতবার বলেছেন যে শ্রীকৃষ্ণ ব্রজে গোয়ালদের মেয়েদের নিয়ে কেলি কত‍্যেন। 

-প্রথমাঙ্ক, প্রথম গর্ভাঙ্ক

ভারতীয় বর্ণবাদ যা স্বজাতিতে বিরাজমান ছিল‍্যে, ঠিক তাই এক সময় যবন বা ম্লেচ্ছদের উপর আরোপ কচ‍্যিল। পশ্চিমা বণাবাদ একরৈখিক কিন্তু ভারতীয় বর্ণবাদ বহুমুখী। তদপি পাকেস্তান আমলে বাঙ্গালি ও পাঞ্জাবী-পাঠানের বর্ণবাদে তো নবজাতীয়তাবাদ ও স্বাধীন ভূখন্ড প্রতিষ্ঠায় জন‍্য বিলক্ষণ অনুঘটক হিসাবে কার্য কচ্চে।

ফতেমা:

না ভাই মুই তোর কড়ি পাতি চাইনে, মোর আদমি এ কথা মালুম কত‍্যি পাল‍্যি মোরে আস্তো রাখপে না।

-দ্বিতীয়াঙ্ক, প্রথম গর্ভাঙ্ক

যতই মধুচরণ পাঠ কচ‍্যি ততই দেশজ কথ‍্যরূপের ব‍্যবহার যে বাঙ্গলাসাহিত‍্যে কোন নবসংযোজন নয় তা স্পষ্ট হচ‍্যে।

ইলিয়াস, জহির, কমলকুমার, বা বঙ্কিমে এর প্রতুল প্রয়োগ হচ‍্যিল।



📙বুড় সালিকের ঘাড়ে রোঁ 

মাইকেল মধুসূদন দত্ত

১৮৬০


Comments

Popular posts from this blog

Shoeshine [1946] : Vittorio De Sica

বুনোহাঁস : পলাশ মাহমুদ

Andaz [1949] : Mehboob Khan