পরিণীতা [১৯১৪] : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পরিণীতার রচনাকালটা আমার জন্য বহু আকাঙ্ক্ষিত। সময় যখন ১৯১৪ তখন বাঙালি পল্টন আর মেসোপটেমিয়া মঞ্চের কথা অবধারিত ভাবে মনে ভেসে উঠে। যতদিন পর্যন্ত লেখাটা শেষ না হবে ততোদিন এমন ভাবাবেশ হতেই থাকবে মনে হচ্ছে। দীর্ঘবিরতির পর শরৎপাঠ একটু অন্যরকম লাগলো। প্রথম কয়েক অনুচ্ছেদে সাহিত্যিক বর্ণনাভঙ্গি প্রায় শূন্য বলা যায়। পুরো কাহিনির কাঠামো সরাসরি সংলাপে সয়লাব। তবে গল্পের পরিচয় পর্বের সহজ প্লট ও সরল ভাষাভঙ্গি সেই সময়ের জন্য অনন্য। রবীন্দ্রনাথের বিপরীত ধারার প্রচলন করেছিলেন , সকল পাঠকের উপযোগী। অনেকটা হুমায়ন আহমেদের ধারা বলা যায়। একটা পর্বে প্লট তৈরি করে ঘটনা সূত্রকে আড়ালে রেখে রোমাঞ্চ ও রহস্য তৈরি করে রেখেছেন। পরবর্তী পর্বে সেই অপ্র্র্রকাশিত সূত্রকে প্রকাশ করে অন্য একটি ভিন্ন প্লটের ঘটনায় আকস্মিক অবতারণা বা গমন করা পাঠের প্রবাহকে কিছুটা শীতল ও তরল করে ফেলে। যেমন ললিতার তাস খেলা নিয়ে যে দ্বন্দ তৈরি হয় তা পরের পর্বে সামান্য একটা প...