Posts

Showing posts with the label Shahidul Zahir

মুখের দিকে দেখি : শহীদুল জহির

Image
  একই বাক্যে দুটি ভিন্ন সময়ের, ভিন্ন কাহিনি, পাঠের ছন্দপতন না ঘটিয়েই মার্বেলের মতো মসৃনতায় গড়িয়ে নিতে শহীদুল জহিরের জুড়ি মেলা ভার। হাজার বছরের বাংলায় এতো এতো ভাষার বুলির বিকাশ আর এতো এতো সংস্কৃতির মিশ্রণ কি অনন্য পারঙ্গমতায় উনি ধারণ করলেন! প্রেম ও রমণকে আর কি কেউ ঠিক এইভাবে নিখাদ করে প্রকাশের দুঃসাহস দেখিয়েছে, এই বাংলার ধরাধামে? মুখের দিকে দেখি শহীদুল জহির মাওলা ব্রাদার্স, ২০০৬।

আবু ইব্রাহীমের মৃত্যু : শহীদুল জহির

Image
  লেখক, পাঠক ও কথক এই তিনের সম্মিলিত বর্নণা, সাধারণ অনুমান এবং উপস্থিত বিচার ও বচন কাহিনির ধারাকে করে তুলেছে ভিন্নতর। কিন্তু একটা আখ্যান ভাগ থেকে অন্য ভাগাংশে আকস্মিক অপসৃত হওয়া, কিংবা অখন্ড কাহিনির সমাপ্তি যেন অতিনাটকীয়তায় আক্রান্ত। আবু ইব্রাহীমের মৃত্যু শহীদুল জহির মাওলা ব্রাদার্স, ২০০৯

জীবন ও রাজনৈতিক বাস্তবতা : শহীদুল জহির

Image
  মানুষের দ্বান্দিক আচরণ আর অপরিশোধিত অনুভূতির সাহসিক প্রকাশ। সাহিত্যে সম্মিলিত বর্ননাকারী আর বহুদৃষ্টিকোণের অনন্য প্রয়োগ। এই কৌশলটিই সে রাতে পৃর্ণিমা ছিলো (১৯৯৫) উপন্যাস আরো ব্যাপক ও সফলভাবে প্রয়োগ করা হয়েছে। জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহির মাওলা ব্রাদার্স,১৯৮৮।

সে রাতে পূর্ণিমা ছিল শহীদুল জহির

Image
  এ যেন জাদুবাস্তব নয়, বরং বাস্তবতার জাদুতে ডুবে ছিলাম। এ যেন চেতনার স্রোত নয়, বরং স্মৃতির স্রোতে ভেসে ছিলাম। চোখের সামনে, মনের কোণে চলমান এক একটি সাধারণ ঘটনা, এক একটি সামান্য অনূভুতি ধীরে ধীরে আরো একটি স্মৃতি, তারপর আরোও একটি স্মৃতি এবং তারপর আরোও খন্ডিত, অখন্ডিত, সুবিন্যস্ত, অবিন্যস্ত স্মৃতির ধারা রাতের আলোর মতো নেমে আসে, দিনের আঁধারের মতো ছড়িয়ে যায়। ::প্রেম, রাজনীতি ও রহস্যের এমন জ্যোতির্ময়তা বিশ্বসংসারে বিরল। সে রাতে পূর্ণিমা ছিল'র #নয়নতারা কে নিয়ে একটা পূর্বাখ্যান ‍ লেখার তীব্র আকাঙ্ক্ষা আমার মনভূতিতে ভোরের প্রথম আলোর মতো ক্রমে বিস্তার করে উঠলো। সে রাতে পূর্ণিমা ছিল শহীদুল জহির মাওলা ব্রাদার্স, ১৯৯৫।