উদয়ের পথে [১৯৪৪] : বিমল রায়

উদয়ের পথে শুনি কার বাণী , ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান , ক্ষয় নাই তার ক্ষয় নাই । -রবীন্দ্রনাথ ঠাকুর, অনুপের ঘরের দেয়ালে অঙ্কিত। ১৯৪৩-৪৪- অখন্ড ভারতজুড়ে সে এক সময় যাচ্ছিল। স্বাধীনতা আন্দোলন, বিশ্বযুদ্ধ, শীতল যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা আর দেশভাগের পূর্বরাগে উত্তাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এমন সময় শ্রী বিমল রায় বাংলায় নির্মাণ করেছেন উদয়ের পথে [১৯৪৪]। চলচ্চিত্র তৈরি একটি সমন্বিত প্রক্রিয়া। তাই একে ঠিক শুধুমাত্র সৃষ্টি, নির্মাণ, তৈরি কিংবা বানানো শব্দ দিয়ে ঠিক প্রকাশ করা যথাযথ মনে হয় না। সেই কবে থেকে একটা যর্থাথ শব্দের সন্ধানে আছি। ছবির পুরো সময়টা জুড়ে এর সংলাপের পিঠে সংলাপ গুলো শুধু বাংলায় নয় বরং সমগ্র বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে অমূল্য সম্পদ। তবে "এ অপমান শুধু তোর একার না। গরীব বলে যে জাতটা।।সেই সমগ্র জাতের।" মতো সাধরনীকরণ সংলাপের ব্যাপারে আমার বিরোধী মত আছে। ক্ষণে ক্ষণে উদয়ের পথের কাহানির ভাব...