রূপালি সৈকতে (১৯৭৯) : আলমগীর কবির

বাংলাদেশের চলচ্চিত্রে ইতিহাসে আলমগীর কবিরের রূপালি সৈকতে ( ১৯৭৯ ) মতো আত্মজৈবনিক চলচ্চিত্র , প্রামাণ্যভিত্তিক সিনেমা এবং কাহিনির্ধমী ছবির এমন জমাট উদাহরণ আর আছে কি না , জানা নেই। আবার বলা যায় এমন দক্ষ অভিনেতা ও অভিনেত্রী , এতো উজ্জ্বল নক্ষত্রের মহা সম্মেলন আর কোন চলচ্চিত্রে ঘটেছে কি না , জানা নেই। আলমগীর কবিরের জীবনী যতোটুকু ভাসা ভাসা জানি তাতে মনে হলো লেলিন ( বিলেত শিক্ষিত সাংবাদিক , কমিউনিস্ট ও স্বাধীনতা সংগ্রামে অগ্রনায়ক ), কামাল ( চলচ্চিত্রকার ) ও আনোয়ার ( প্যালেস্টাইন মুক্তি আন্দলনের ফিচার সাংবাদিক ) এই তিন চরিত্রের সমন্বিত রুপই হলো আলমগীর কবির। জীবিত অবস্থায় আত্মজীবনী মূলক উপন্যাস অনেকে লিখেছেন। কিন্তু চলচ্চিত্র খুব কমই নির্মিত হয়েছে। অনেক সময় ভেবে দেখলাম। রূপালি সৈকত নিয়ে বিশদ লিখতে গেলে একটি দেশের জন্মের ইতিহাস লিখতে হবে। একজন সৃষ্টিশীল ও সংগ্রামী মানুষের বেড়ে উঠার ইতিকথা লিখতে হবে। একটি কাঠামো ভেঙ্গে কাঠামো গড়া চলচ্...