শুদ্ধ দেশ: পলাশ মাহমুদ
শুদ্ধ দেশ
-পলাশ মাহমুদ
ন্যায়ের মাঝে বাঁচা, উত্তম বাঁচা।স
সত্য সরল জীবন। কতো অমৃতময়!
শুধু প্রেমের সংলাপে বিশ্বসাজলে হবে কি?
বিদ্বেষের অন্ধপ্রলাপ বনবাসে পাঠাবে কে?
আশৈশব এইসব পদাবলীর সুর বেজেছে
মগজে মননে, কাগজে পুরাণে।
তবে কেন আজ।
যতো পথ যাই। যতো মত পাই।
বিনাশের গিরিনন্দনে বোধনের
এমন ক্রমপতন।
তবে কেন আজ।
যতো দূর চোখ মেলি। যতো কাছে মন রাখি।
বিবাদের সমুদ্রমন্থনে আকালের
এমন উর্ধ্বমাদল।
আবার কবে কৈলাশের চূড়ায় উঠে
ব্রহ্মনদের অতল খুঁড়ে,
ফিরে এলে দেখা পাবো।
আমার আপন শুদ্ধ দেশ।
এবার তবে নীরবতার আগড় খুলে
ভুল ভাবের কেতকীভূষণ ছেড়ে,
পুর্নবার গড়ে তুলি মানুষে মানুষ।
Excellent
ReplyDelete