একেই কি বলে সভ্যতা : মাইকেল মধুসূদন দত্ত

 নবোকুমার: 

"কিন্তু জেন্টেলম‍্যেন, এখন এ দেশ আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা; এই গৃহ কেবল আমাদের লির্বাটি হল অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান।"

কিংবা 

নবোকুমার :

কিয়াবাৎ, জীতা রও। বেঁচে থাক, ভাই।

  - প্রথমাঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক।

তদসময়ে বাঙ্গলিশ (বাংলা ও ইংলিশ) বা বাঙ্গন্দি ( বাংলা ও হিন্দ) মিশ্রণে কোন সাহিত‍্য রচনা করত্তে পারে তা আমার কল্পনাতীত ছিল‍্যে। লিখিত ভাষায় এমন পরীক্ষণ মধুসূদনই কি প্রথম করচ‍্যিল।

সার: ইউ ব্লডি নিগর!

সার: ইউ ব্ল‍্যাক ব্রুট!

উক্ত উক্তিদ্বয় আজিকাল আমরা আমেরিক‍্যন রেসিজম থিমড লিটরেচরে হরহামেশাই দেখত্তে পাচ্চি। সহজে বল্লে পারি, এটা এখন পপুলার ট্রেন্ড চলচ‍্যে। কিন্তু বাঙ্গলায় শতবৎচ্চর পূর্বেই লেখ‍্যে হয়েচে। রেসিজম নিয়ে বাঙ্গলায় এতোটা আভরণহীনভাবে  মধুসূদনই বোধ করচ্চি প্রথম লিখেচে।

পশ্চিমা সংস্কৃতির ছত্রতলে যুবকদের অধঃপতন নয় বরং উপনিবেশ উৎপন্ন এক মিশ্র ও নব‍্যসংস্কৃতির অস্তস্তি ও সংশয় যেনো এর আকর্ষন।



📙একেই কি বলে সভ্যতা’

মাইকেল মধুসূদন দত্ত

১৮৬১

Comments

Popular posts from this blog

Dharti Ke Lal [1946] : K.A. Abbas

The Circus : Charlie Chaplin

The 2020 Booker Long List: The Fresh List in the Time of Solitude