মায়া-কানন : মাইকেল মধুসূদন দত্ত

 মধুপাঠকালে খুব আফসোছ হচ্চিল এমতি মনমোহিনী সাহিত‍্যরসে যদ‍্যি উপন‍্যাস পড়া যেতো। মায়া-কাননের দীর্ঘসংলাপ আর গদ‍্যন‍্যায় বর্ণনাভঙ্গি যেন‍্যে কিছুটা আহ্লাদ পূরণ করচ‍্যে। 

স্থান আর পাত্র পাত্রীর নামসমূহ সত‍্যযুগের চরিত্রে সাথে মিল থাকায় সামান‍্য মনযোগে ব‍্যাঘাত কচ্চ‍্যে। কালিদাস কাব‍্যশ্লোকের পরোক্ষোল্লেখ চমৎকৃত কচ্চ‍্যে আবার মেঘদূতম পরবর্তীকালে সুরালোক ও নরালোকের বাস্তবচিত্র কিছুটা বিভ্রমে পতিত কচ‍্যে।



📘মায়া-কানন

মাইকেল মধুসূদন দত্ত

১৮৭৪

Comments

Popular posts from this blog

The Circus : Charlie Chaplin

শুদ্ধ দেশ: পলাশ মাহমুদ

As breezes flowing low : Palash Mahmud