মেঘনাদবদ কাব‍্য : মাইকেল মধূসুদন দত্ত

 ভাবের প্রবাহমানতায় ও যতিচিহ্নের বৈচিত্র্যময় ব‍্যবহারে অমিত্রাক্ষর ছন্দে সৃজিত মেঘনাদবদ বঙ্গরত্নস্বরূপ।

এই প্রথম বাঙ্গলায় মহাকাব‍্য পড়লাম। প্রাতঃপ্রথম অংশুমালীর কিরণ স্পর্শে
আরম্ভ করেছি। কিংশুক যেমতি আপন
সৌন্দর্য মহিমায় ভূমে নত হয়। সারাদিন
নিশিতে আমিও তেমতি মেঘনাদের হ্রসযতি
হতে দীর্ঘযতি। অপূর্ণপর্বের চন্দন রেখা ধরে
পূর্ণপর্বের জলধিতে সিক্ত হলাম। অষ্টক মাত্রার অসুরে নিনাদ শুনে ষষ্টকমাত্রার
রামববিলাপে পরাণ বিধিঁলো। প্রতি অক্ষরে অক্ষরের প্রগাঢ় শ্বাসাঘাতে মহামায়ার
জালে জড়ালাম।

ভালো আর মন্দের বিভেদরেখা অঙ্কন করা
পুরাণপদে কঠিনতর। তাই তো রক্ষঃপুতও
মায়ারজঞ্জালে বাধা পড়ে। বৈদিক সাহিত‍্যের কাহিনি ভঙ্গি ও বিন‍্যাস কৈলাসশৃঙ্গচূড়ার মতই অনন্ত মধুসাখা তুল‍্য।

হে বরদে, তব বরে। চোর রত্নাকর।। ৬+৮
কাব্যরত্নাকর কবি!। তোমার পরশে,।।৬+৮
সুচন্দন-বৃক্ষশোভা। বিষবৃক্ষ ধরে!।।৬+৮
হায়, মা, এহেন পুণ্য। আছে কি এ দাসে?।।৬+৮
- প্রথম সর্গ (২০-২৩

🐦বাল্মীকি যেমত'ব, স্বরস্বতী বরে
কাব‍্য-চূড়ামণি, তেম' মধুস্বর মাগে।

এহেন সভায় বসে। রক্ষঃকুলপতি,।।  ৮+6
বাক্যহীন পুত্রশোকে!।  ঝর ঝর ঝরে।। ৮+৬
অবিরল অশ্রুধারা —। তিতিয়া বসনে,।। ৮+৬
-প্রথম সর্গ (৬২-৬৪)

🐦রামসমরে হেরিলো পুত্র, কাদিলো রাবণে।

এ ভুজগে? কি কুক্ষণে। (তোর দুঃখে দুঃখী)।। ৮+৬
পাবক-শিখা-রূপিণী। জানকীরে আমি।।৮+৬
আনিনু এ হৈম গেহে?। হায় ইচ্ছা করে,।।৮+৬
ছাড়িয়া কনকলঙ্কা,। নিবিড় কাননে।। ৮+৬
প্রথম সর্গ (১০২-১০৫)

🐦সীতারে বাঁধি লঙ্কায়, দোষে নিজ মনে।

এইরূপে বিলাপিলা। আক্ষেপে রাক্ষস–।। ৮+৬
কুলপতি রাবণ;। হায় রে মরি, যথা।। ৭+৭
হস্তিনায় অন্ধরাজ,। সঞ্জয়ের মুখে।। ৮+৬
শুনি, ভীমবাহু। ভীমসেনের প্রহারে ৬+৮
হত যত প্রিয়পুত্র। কুরুক্ষেত্র-রণে!।। ৮+৬
-প্রথম সর্গ (১১৪-১১৮)

🐦বুঝিলা! মহাভারত, রামায়ণ পূর্বে
লিখেছিলো ব‍্যাসদেবে। কুরুক্ষেত্র স্মরে।
এই স্তবকে মধু, রচিলো চরণ।
অষ্ট-ষষ্ঠ ভিন্ন অমিত্রাক্ষর।

শশাঙ্ক! লক্ষ্মণ সঙ্ঘে,। বায়ুপুত্র হনু,।।৮+৬
মিত্রবর বিভীষণ। এত প্রসরণে,।।৮+৬
বেড়িয়াছে বৈরিদল।স্বর্ণ-লঙ্কাপুরী।।৮+৬
প্রথম সর্গ (২৩৭-২৩৯)

🐦লক্ষ্ম-হনু-বিভীষণ, এই ত্রয়ী মিলে
পদাঘাতে কচ‍্যে চূর্ণ। রবে লঙ্কা রবে।

মেঘনাথধাত্রী নামে।  প্রভাষা রাক্ষসী।।।৮+৬
তার রূপ ধরি রমা,। মাধব-রমণী,।।৮+৬
দিলা দেখা, মুষ্টে যষ্টি,। বিশদ-বসনা।।।৮+৬

কনক-আসন ত‍্যজি,। বীরেন্দ্রকেশরী।।৮+৬
ইন্দ্রজিৎ, প্রণমিয়া। ধরত্রী চরণে,।।৮+৬
কহিলা, - "কি হেতু, মাতঃ,। গতি তব আজি।।৮+৬
এ ভবনে? কহ দাসে লঙ্কার কুশল।৮+৬
প্রথম সর্গ (৫৫৪-৫৬০)

🐦 ধাত্রীবেশে লক্ষীদেবী, মেঘনাদে সাথে।
      ভ্রাতা মৃত রাম হস্তে, লঙ্কাপুরি জ্বলে।

কহিলা কাঁদিয়া ধনী;। "কোথা প্রাণসখে,।।৮+৬
রাখি এ দাসীরে, কহ,।  চলিলা আপনি?।। ৮+৬
কেমনে ধরিবে প্রাণ। তোমার বিরহে।।৮+৬
প্রথম সর্গ( ৭০১-৭০৩)

🐦মেঘনাদ যাচ্ছে রণে, মহষি প্রমীলা
ধরিয়া চরণ। করে, বিচ্ছেদ রোদন।

অগ্নি। দুইবার আমি। হারানু রাঘবে;।।৮+৬
আর এক বার পিতঃ,। দেহ আজ্ঞা মোরে;।।৮+৬
দেখিব এ বার বীর। বাঁচে কি ঔষধে!।।৮+৬
প্রথম সর্গ (৭৪৯-৭৫১)

🐦রাম হেরেছে সমরে, মেঘনাদে সাথে
পূর্বে। তৃতীয় রণান্তে মরিবে নিশ্চিত।

“যাও তবে সুরনাথ,।যাও ত্বরা করি।।।
চন্দ্র-শেখরের পদে,। কৈলাস-শিখরে,।।
নিবেদন কর, দেব,। এ সব বারতা।।।
দ্বিতীয় সর্গ

” কি আশ্চর্য্য, নৈকষেয়?। কভু নাহি দেখি,।।
কভু নাহি শুনি হেন। এ তিন ভুবনে;।।
-তৃতীয় সর্গ

“শুনিলে তোমার কথা,। রাঘব-রমণি,।।
ঘৃণা জন্মে রাজ-ভোগে ;। ইচ্ছা করে,ত্যজি।।
রাজ্য-সুখ, যাই চলি। হেন বনবাসে ;।।
-চতুর্থ সর্গ

বঙ্কিম পূর্ব্বে পাঠের সুফলে, মেঘনাদকাব‍্য
বিরতিহীনে বৈতরণী পাড় হয়ে গেলাম।
পুনঃপাঠের মনোবাসনা গভীর হয়ে উঠলো।




📘মেঘনাদবদ কাব‍্য
মাইকেল মধূসুদন দত্ত
১৮৬১

Comments

Popular posts from this blog

Shoeshine [1946] : Vittorio De Sica

বুনোহাঁস : পলাশ মাহমুদ

Andaz [1949] : Mehboob Khan