যুগলাঙ্গুরীয় : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 ক্রমে ক্রমে বঙ্কিমীয় বাঙ্ময় শব্দবন্ধনীর দ্বারা আমি যেন সম্মোহিত হয়ে পড়িতেছি।

 ধ্বনি ও শব্দের পুনঃবিন‍্যাস করিয়া, সর্বনাম ও অব‍্যয় পদকে তদসামঞ্জস‍্য বিধান করিয়া, সাহিত‍্যিক নব‍্যভাষা সৃজন করা যাইবে কিনা নিরীক্ষণ, পরীক্ষণ ও সৃজনের নিমিত্তে গাঢ় অভিনিবেশ করিতে হইবে।

তৎপরর্বতীকালে রবীন্দ্র, নজরুল, বিভূতি, মানিক, জীবনান্দ প্রমূখ কি করিয়া বাঙ্গলা নতুনরূপে সজ্জিত করিয়াছেন তাহা তপস‍্যাসহকারে অবলোকন ও উপলব্দি করিতে হইবে।

যুগলাঙ্গুরীয়কে কি পূর্ণ উপন‍্যাস বলিয়া গণ‍্য করা যাইবে। 

উপন‍্যাসের নাটকীয় আকার ও উপাদানসমূহ সচ্ছরূপে নিরীক্ষণ করিলে ইহা পরবর্তীতে চলচ্চিত্রযুগে হইতে অসংখ‍্য চিত্রনাট্যের অনুপ্রেরণা যোগান দিয়াছে বলিয়া স্বীকারর্য।



📘যুগলাঙ্গুরীয় (১৮৭৪)

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

বঙ্গদর্শন, ১২৮০ বাং।

Comments

Popular posts from this blog

Shoeshine [1946] : Vittorio De Sica

বুনোহাঁস : পলাশ মাহমুদ

Andaz [1949] : Mehboob Khan