ছাত্র: আন্তন চেখভ

ছাত্র লেখক: আন্তন চেখভ অনুবাদক:পলাশ মাহমুদ আজকের আবহাওয়াটা খুবই স্নিগ্ধতা আর নীরবতায় পূর্ণ। দূরে কোন এক সুরেলা পাখি মিহিসুরে ডেকে যাচ্ছে, ডোবাটার কাছেই কি একটা প্রাণী করুনস্বরে মৌমাছির মতো একতালে গুনগুন করে যাচ্ছে যা ফাঁকা বোতলের শিষধ্বনির মতো শুনাচ্ছে। একটা গুলি শো করে উড়ে গেলো আর বসন্তের বাতাসের সাথে মিশে কেমন একটা প্রাণচঞ্চল প্রতিধ্বনি সৃষ্টি করলো। কিন্তু যখনি চারিদিকে গাঢ় অন্ধকার করে সন্ধ্যা নামতে শুরু করলো তখনি পূবের হিমেল হাওয়া এলোমেলো ভাবে বয়ে যেতে লাগলো আর সবকিছু যেন আরো গভীর নিস্তব্ধতায় নেমে গেলো। চিকন সূচের মতো তুষারের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ডোবার জলের উপর ছড়িয়ে পড়লো; সবকিছুই যেন ম্লান, নির্জন আর নিঃসঙ্গ মনে হতে লাগলো। সবকিছুতেই শীতের বাতাসের ছোঁয়া লেগে গেলো। ইভান ভেলিকোপস্কি খ্রীষ্টীয় যাজক একাডেমির ছাত্র, যার বাবাও খ্রীষ্টীয় গির্জার একজন ঘন্টাবাদক, শুটিং শেষে সুবিস্তৃত জলাবদ্ধ তৃনভূমির মধ্য দিয়ে একাকী হেটে হেটে বাড়ি ফিরছিলো সে। তার আঙ্গুলগুলো ডান্ডা বাতাসের আবেশে কেমন অবশ হয়ে আছে আর তার মুখ যেন হাওয়ার তোড়ে জ্বলছিল। তার কাছে ...