হে স্বর্গীয়কৌতুকপ্রিয় মর্তবাসীগণ!: পলাশ মাহমুদ

  হে স্বর্গীয়কৌতুকপ্রিয় মর্তবাসীগণ!





হে স্বর্গীয়কৌতুকপ্রিয় মর্তবাসীগণ!

এইবার একটু ধীর হও।

হাওয়ার ধূলোয় রাখো কান।


শুনো-

বহুবাহু বলে মনভূমি লুন্ঠন চলবেই কি?

সূর্যদীঘল মন, আপন নির্জন কোণ

রেখে অনাবাদী।

অনিঃশেষ, চিরন্তন।


এইবার একটু ঘন হও।

জলের পাতায় রাখো চোখ।


দেখো-

দুনিয়ার এতো যে দঙ্গল।

মানুষের এতো যে কোন্দল।

তপ্তবায়ুর রুদ্ধশ্বাসে

ঘুরঘুর পাক খাচ্ছে।


 

এইবার একটু চলিষ্ণু হও।

পাথরের স্বরে কন্ঠ দাও।


বলো-

শূন্যরেখার ছায়াগুলো,

দিনের আলো কাধে নিয়ে

পৃথিবীর পথে বেরিয়ে পড়ে

কোথায় যায়?

Comments

Popular posts from this blog

শুদ্ধ দেশ: পলাশ মাহমুদ

Shoeshine [1946] : Vittorio De Sica

The 2020 Booker Long List: The Fresh List in the Time of Solitude