Posts

Showing posts from August, 2024

Falling” by Palash Mahmud

Image
  Falling it’s raining out / a crow soaked fully sitting on / the windowpane in such a quietness / as if it wasn’t breathing like a cotton-made piece / a drop of rainwater hanging on its beak / as if the droplet was in the pit of confusion / to decide what would be better to fall down / or to hang up as if it was in / a meditative mood either of them would / be the sign of destruction of its will / withdrawal of its existence

হে স্বর্গীয়কৌতুকপ্রিয় মর্তবাসীগণ!: পলাশ মাহমুদ

Image
  হে স্বর্গীয়কৌতুকপ্রিয় মর্তবাসীগণ! হে স্বর্গীয়কৌতুকপ্রিয় মর্তবাসীগণ! এইবার একটু ধীর হও। হাওয়ার ধূলোয় রাখো কান। শুনো- বহুবাহু বলে মনভূমি লুন্ঠন চলবেই কি? সূর্যদীঘল মন, আপন নির্জন কোণ রেখে অনাবাদী। অনিঃশেষ, চিরন্তন। এইবার একটু ঘন হও। জলের পাতায় রাখো চোখ। দেখো- দুনিয়ার এতো যে দঙ্গল। মানুষের এতো যে কোন্দল। তপ্তবায়ুর রুদ্ধশ্বাসে ঘুরঘুর পাক খাচ্ছে।   এইবার একটু চলিষ্ণু হও। পাথরের স্বরে কন্ঠ দাও। বলো- শূন্যরেখার ছায়াগুলো, দিনের আলো কাধে নিয়ে পৃথিবীর পথে বেরিয়ে পড়ে কোথায় যায়?