বুনোহাঁস : পলাশ মাহমুদ

 

Photo Credit: Palash Mahmud 

 বুনোহাঁস

-পলাশ মাহমুদ

 

এইতো তুমি নিখোঁজ হলে

আমায় রেখে আসবে বলে

চলে গেলে।

  

তোমার জন্য এইতো আমি

উদাস হাওয়ায়, অপেক্ষাতে

দাঁড়িয়ে থেকে বৃক্ষ হলাম।

 

কাকে বলবো, বলো?

 

যে মন বুনোহাঁস হয়ে

মেঘের মাঝেতে ডুবে থাকে।

তার চোখেতে জলের ধারা

তারার তিমির রাখে।

 

কে জানে, বলো?

 

কী সহজ!

কাছের কিছু হারিয়ে ফেলে

ভুলে থাকা।

 

কী কঠিন!

বৃক্ষ হয়ে, অভিমানে

দাঁড়িয়ে থাকা।

Comments

Popular posts from this blog

Dharti Ke Lal [1946] : K.A. Abbas

The Circus : Charlie Chaplin

La Grande Illusion : Jean Renoir