কপালকুন্ডলা : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কপালকুন্ডলার (১৮৬৬) কাহিনী আঙ্গিক তদোসময়ের জন‍্য অন‍্যন‍্যপূর্ব। সমসাময়িক কোন কবির স্তবক (মধুসূধনের মেঘনাদবধ, ১৮৬১) স্বীয় সৃষ্টিতে প্রাসঙ্গিকভাবে সংযোজন একটা গ্র‍্যান্ড ব‍্যাপার।

বাঙলাদেশ শব্দটা কি বঙ্কিমবাবুই কি সাহিত‍্য প্রথম ব‍্যবহার/সৃজন করিয়াছিলেন?

মোঘল-পাঠান যুদ্ধ ও ধর্মান্তরণকরণের প্রত‍্যক্ষ‍ উল্লেখ বাংলা কথাসাহিত‍্য এই প্রথম করা হইয়াছিলো কি?

সবর্বক্ষেত্রে ত্রিভূজপ্রণয়পরকীয়া অবতরণ বঙ্কিমকল্পনাশিল্পকে ক্ষণে ক্ষণে হ্রস বলিয়া বোধ হয়। রমণীকূলের শারীরিকসৌন্দর্যের এমন অতিরঞ্জিত বর্ণনা অপ্রীতিকর হইয়া উঠিতেছে।

:: তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইবো কেন?::
      
           :: পথিক, তুমি পথ হারাইয়াছো। ::

বাংলার এই দুটি চিরায়ত উক্তি  কপালকুন্ডলা থেকে উদ্বৃত হয় জানা হলো।



📘কপালকুন্ডলা (১৮৬৬)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Comments

Popular posts from this blog

The Circus : Charlie Chaplin

La Grande Illusion : Jean Renoir

The 2020 Booker Long List: The Fresh List in the Time of Solitude