সুহাসিনীর পমেটম : কমলকুমার মজুমদার

 "আমার আত্মা যুঁই ফুলের মত সাদা হয়ে যাচ্ছে।" 


যোহন একাদশীর এমন মনোমুগ্ধকর স্বগোক্তি কয়েক মুহূর্ত আমায় বিমূঢ় আর  অনড় করে রেখেছিলো। 

বিরামবিহীন একটিমাত্র বাক‍্যে বাংলায় একটি পূর্ণ উপন‍্যাস হয়তো এর আগে এবং পরেও লেখা হয়েছে। কিন্তু সুহাসিনীর পমেটমই আমার প্রথম পড়া।

সে অনেক আগে থেকেই আমার মনের গহীনে  এক অভিলাষ ক্রমান্বয়ে তার শাখা প্রশাখা বিস্তার করে আছে যে, শুধু পূর্ণচ্ছেদহীন নয় সম্পূর্ণ যতিচিহ্ন বিহীন বাংলায়  সবচেয়ে ক্ষুদ্রাকার বা বৃহদায়তনের উপন‍্যাস লিখবো।

শ্রীকমলেষু ভাষার সাহিত‍্যিক আভিজাত্য অক্ষুন‍্য রাখতে চেয়েছেন কিন্তু তা শুধু বর্নণাংশে সীমাবদ্ধ ছিলো সংলাপে সহজিয়া আবেশ না থাকলে শুধু শব্দ ও বাক‍্যের ঐশ্বর্য দিয়ে সাহিত্যর কাল  অতিক্রম করতে পারতেন।

শুদ্ধ ও কথ‍্যর এমন আনুপাতিক মিশ্রণই কমলবাবুর অভিনবত্বের গর্ব।।

প্রাক-উপোনিবেশ কেন্দিক এমন উপাখ‍্যান বাংলাসাহিত‍্যে অনন‍্য সংযোজন।






📙সুহাসিনীর পমেটম  
কমলকুমার মজুমদার 
কৃত্তিবাস, ১৯৬৫।

Comments

Popular posts from this blog

Dharti Ke Lal [1946] : K.A. Abbas

The Circus : Charlie Chaplin

La Grande Illusion : Jean Renoir